না দিতে পারে অবশেষ তার গ্ৰামে বাড়ি ত্যাগ করতে হয়,গ্ৰামের বাড়ি ত্যাগ করে ঢাকা চলে যেতে হয় তাকে, ঢাকা গিয়েই থেমে থাকে নি অনলাইন জুয়া খেলা।
সর্ব শেষ ৩ লক্ষ টাকাও অধিক পরিমাণে টাকা ধার - দেনা হয়ে যায়, সেই সব টাকা শোধ না করতে না পারাই দেনার টাকা পাওয়া লোকজন তাকে টাকার জন্য চাপ দেয়,
সেই কি ভাবে টাকা দিবেন তাদেরকে রাসেল কোন জমি নাই যে জমি বিক্রি করে ধার-দেনা শোধ করবে
শেষ পর্যন্ত রাসেল আত্মহত্যা পথ বেছে নিয়েছে 
ঢাকা থেকে ঈদ বাড়িতে বেড়াতে আসে রাসেল ঢাকা থেকে গ্ৰামের বাড়িতে আসার পরে পাওনা দারেরা রাসেলকে টাকা জন্য চাপ দেয়া 
ঈদের পরে শশুর বাড়িতে বেড়াতে গিয়ে বিষ পান করে রাসেল 
টের পেয়ে তার শশুর তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায় 
হাসপাতালে নিয়ে যায় পরে চিকিৎসা চলে
চিকিৎসা চলা অবস্থায় ডাক্তার রাসেলকে মৃত্যু ঘোষণা করেন 
বিকাল ৪:৩০ মিনিটের তাকে মৃত্যু ঘোষণা দেয়
		
				
			


















