close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ওমরাহর ছবি পোস্ট করতেই বাজে মন্তব্যের শিকার নিলয় আলমগীর!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলাদেশের বিনোদন জগতের পরিচিত মুখ, অভিনেতা নিলয় আলমগীর, সম্প্রতি ওমরাহ পালনে সৌদি আরব গিয়েছিলেন পরিবারের সঙ্গে। গত ৮ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবরটি শে
বাংলাদেশের বিনোদন জগতের পরিচিত মুখ, অভিনেতা নিলয় আলমগীর, সম্প্রতি ওমরাহ পালনে সৌদি আরব গিয়েছিলেন পরিবারের সঙ্গে। গত ৮ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবরটি শেয়ার করেছিলেন। তবে সৌদি আরবের পবিত্র মক্কা শহরে ছবি পোস্ট করতেই শুরু হয়ে যায় নানা নেতিবাচক মন্তব্য। সেসময় নেটিজেনদের অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া নিয়ে বেশ বিরক্ত হয়েছেন তিনি। নিলয় তার ফেসবুক পেজে শনিবার (১১ জানুয়ারি) একটি পোস্টে জানান, এর আগে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ছবি পোস্ট করেছেন, কিন্তু কখনোই এমন নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হননি। তিনি বলেন, "পাতায়া বা মায়ামি বিচ থেকেও ছবি পোস্ট করেছি, কিন্তু এত বাজে কমেন্টস আসেনি। মক্কাতে এসে ছবি দিলেই যত বাজে কমেন্টস আসা শুরু করে।" এছাড়া তিনি আরো জানান, "পবিত্র নগরীতে এসে ছবি দিলে যদি ভালো লাগত তাহলে ভালো মন্তব্য আসবে, আর যদি না লাগতো তাহলে সেটা এড়িয়ে যেতে পারতেন। আল্লাহ আমাকে দ্বিতীয়বার এখানে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।" এছাড়া নিলয় তার ভক্তদের উদ্দেশে বলেন, "এত বাজে কমেন্টস আপনার জীবনের হতাশার বহিঃপ্রকাশ মাত্র। হিংসা থেকে দূরে থাকবেন, জীবন সুন্দর হবে।" অন্যদিকে, ৯ জানুয়ারি তিনি আরেকটি ফেসবুক পোস্টে বলেন, "আমার নাটক দেখেই আমাকে চেনেন, আর নাটক দেখেই ভক্ত হয়েছেন। কিন্তু এখন আবার বলছেন নাটক ছেড়ে দিতে। আপনি যদি নাটক ছেড়ে দেই, তাহলে কি নাটক দেখবেন না? না, আপনি তো অন্যের নাটক দেখবেন। যদি নাটক এত খারাপ জিনিস হয়, তবে সবাই মিলে নাটক দেখা বন্ধ করুন, তাহলে নতুন নাটকও হবে না।" নিলয়ের এই পোস্টের মাধ্যমে তার ভক্তদের কাছে তিনি হিংসা এবং নেতিবাচক মন্তব্য থেকে দূরে থাকতে এবং জীবনকে সুন্দরভাবে উপভোগ করার আহ্বান জানিয়েছেন।
No se encontraron comentarios