close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উচ্চশিক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন। তিনি আজ অংশ নিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন প..

বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীন পরিচালিত এই বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রামের সামার সেশন ২০২৫-এর জন্য আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফয়জুল্লাহ ওয়াসিফ।

পরীক্ষা শেষে ইএমপিজি প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বলেন,

 

আমরা পরীক্ষায় অংশগ্রহণকারী একজন শিক্ষার্থীর নাম দেখে পরে জানতে পারি তিনি সরকারের একজন উপদেষ্টা।”

তিনি জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।

 সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার

পরীক্ষা শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ মাহমুদের পরীক্ষা দিতে আসার ছবি ছড়িয়ে পড়ে। একজন দায়িত্বশীল নীতিনির্ধারকের এমন শিক্ষা অন্বেষণকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তরুণ সমাজে এটি একটি শক্তিশালী বার্তা হিসেবে পৌঁছেছে—যে নেতৃত্বের বিকাশে শিক্ষা কখনোই শেষ নয়।

 ইএমপিজি প্রোগ্রাম কী?

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত এই ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (ইএমপিজি) প্রোগ্রামটি মূলত নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী এবং গবেষকদের জন্য পরিকল্পিত। এখানে পাবলিক পলিসি বিশ্লেষণ, প্রশাসন, নেতৃত্ব, অর্থনীতি, গবেষণা পদ্ধতি এবং কৌশলগত ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

এই প্রোগ্রামের মাধ্যমে ভবিষ্যতের নেতারা পাবেন সুশাসন, দক্ষ প্রশাসন ও কার্যকর নীতিনির্ধারণের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা।


সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চশিক্ষায় অংশ নেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদের এই উদ্যোগ প্রমাণ করে—শেখার কোনো বয়স নেই, আর নীতিনির্ধারকদেরও নিয়মিতভাবে নিজেদের জ্ঞান হালনাগাদ করা দরকার।

Nema komentara