নৈতিকতা ও মূল্যবোধ

Md Abu Munif Al Mukim  avatar   
Md Abu Munif Al Mukim
একটি অসাধারণ বাস্তবমুখী কবিতা

নৈতিকতা ও মূল্যবোধ

------মোঃ আবু মুনিফ আল মুকিম।

 

সুপ্ত সুখের আশায় থেকে

মনের ভিতর বাসনা রেখে,

লিখতে বসেছি আজ

তাই বলে লেখা লেখি করা

নয়তো আমার কাজ।

সময়ের সাথে চলার পথে

অনেক পরিচিত মুখ যায় হারিয়ে

স্মৃতিতে তবু মাঝে মাঝে আসে ফিরে।

অতীত, বর্তমান আর ভবিষ্যৎ

সর্বকালের চিন্তাতেই যেন যট।

পারিবারিক আর সামাজিক বন্ধনের কারনে

অনেক দায়িত্ব আসে ব্যক্তি জনে জনে,

বলে লোকে করছি পালন দায়িত্ব কর্তব্য

কিন্তু কোথায়? নৈতিকতা, মূল্যবোধ, সততা আর আদর্শ।

নিজের সুখের জন্য অনেকেই ভুলে যায়

মানুষ হিসেবে মানুষের রয়েছে কিছু দায়।

যুগের সাথে তাল মিলিয়ে চল?

কিন্তু নিজস্ব সংস্কৃতি কোথায় গেল?

পাশ্চাত্য দেশের অপসংস্কৃতি করে আয়ত্ত

আমরা মুসলিম হিসেবে কি করে দেখাব মহত্ত্ব? আধুনিক সভ্যতার ছোঁয়ায়, চাই হতে আধুনিক

কিন্তু নিজস্ব ধর্মীয় সংস্কৃতি রাখতে হবে ঠিক।

সময় এসেছে এখন, করতে হবে আমূল পরিবর্তন।

আসুন সকল পরিস্থিতিতে নিজেকে

মানিয়ে নিয়ে চলি,

কিন্তু হ্যাঁ, ন্যায় নীতি, ধর্মীয় মূল্যবোধ

যেন ঠিক থাকে, সে কথাই আবার বলি।।

Nenhum comentário encontrado


News Card Generator