close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

নওগাঁর ধামইরহাটে জাতীয়তাবাদী যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ..

মো. রিফাতুল হাসান চৌধুরী avatar   
মো. রিফাতুল হাসান চৌধুরী
নওগাঁর ধামইরহাটে শামসুজ্জোহা খান ও চপল চৌধুরী গ্রুপের উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।..

 বৃহস্পতিবার (৮ মে) দুপুর একটায় ধামইরহাট উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম ও পৌর যুবদলের আহব্বায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভাটি করা হয়। 

 উপজেলা ও পৌর শাখা যুবদল জানায়, চলতি মাসের ২৩ ও ২৪ তারিখে বগুড়ায় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবদলের নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতি সভাটি করা হয়। 

 এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন-উল- ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহম্মেদ, রুবেল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি বেলীখাতুন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইহান হোসেন প্রমুখ। 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator