নওগাঁর ধামইরহাটে জাতীয়তাবাদী যুবদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ..

মো. রিফাতুল হাসান চৌধুরী avatar   
মো. রিফাতুল হাসান চৌধুরী
নওগাঁর ধামইরহাটে শামসুজ্জোহা খান ও চপল চৌধুরী গ্রুপের উপজেলা ও পৌর শাখা যুবদলের আয়োজনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।..

 বৃহস্পতিবার (৮ মে) দুপুর একটায় ধামইরহাট উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম ও পৌর যুবদলের আহব্বায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভাটি করা হয়। 

 উপজেলা ও পৌর শাখা যুবদল জানায়, চলতি মাসের ২৩ ও ২৪ তারিখে বগুড়ায় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যুবদলের নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতি সভাটি করা হয়। 

 এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন-উল- ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহম্মেদ, রুবেল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি বেলীখাতুন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইহান হোসেন প্রমুখ। 

نظری یافت نشد