close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য সানজু  গ্রেফতার ‎

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক:

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের ছেলে সানুজ রাকিব (২৪)কে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।কুতুবদিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি সানজু রাকিব (২৪) এর বিরুদ্ধে মোট তিনটি জিআর পরোয়ানা ছিল যা দীর্ঘদিন যাবৎ মূলতবী ছিল। রাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত ১(৯)২০২৪ নং মামলার এজাহার নামীয় ২১নং আসামি।

শুক্রবার (০৯ মে) কুতুবদিয়া থানা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর চকবাজার থানার সহযোগিতায় অধিযাচনপত্রের মাধ্যমে তাকে গ্রেফতার করে। এরপর শনিবার (১০ মে ২০২৫) আসামিকে কুতুবদিয়ায় নিয়ে এসে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে থাকা সকল পরোয়ানার নিষ্পত্তি করা হয়।

ওসি মোহাম্মদ আরমান হোসেন বলেন, “আমাদের কাছে তথ্য ছিল যে, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি সানজু রাকিব চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় আত্মগোপনে রয়েছে। আমরা সিএমপি’র সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে তার কর্মকাণ্ড এলাকার নিরাপত্তার জন্য হুমকি ছিল। আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

کوئی تبصرہ نہیں ملا