close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নির্বাচনে বাধা কাটল মান্নার: ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
এর আগে গত ২৪ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ মান্নার রিট খারিজ করে তাকে ঋণখেলাপি হিসেবেই রায় দিয়েছিলেন।..

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পথে আর কোনো আইনি বাধা রইল না। সুপ্রিম কোর্টের চেম্বার আদালত তার নাম ঋণখেলাপির তালিকা থেকে অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফলে তিনি এখন তার নির্বাচনী এলাকা বগুড়া থেকে নিশ্চিন্তে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

আদালতের আদেশ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই গুরুত্বপূর্ণ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের দেওয়া আগের আদেশটি ৮ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এর আগে গত ২৪ ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ মান্নার রিট খারিজ করে তাকে ঋণখেলাপি হিসেবেই রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল করার পর চেম্বার আদালত এই স্বস্তির খবর দিল।

ঋণখেলাপির অভিযোগ ও প্রেক্ষাপট মান্নার বিরুদ্ধে এই আইনি জটিলতার সূত্রপাত হয় তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড’-এর ঋণ নিয়ে। গত ৩ ডিসেম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়ার বড়গোলা শাখা প্রতিষ্ঠানটির কাছে বকেয়া ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ের জন্য ‘কল ব্যাক নোটিশ’ জারি করে।

  • প্রতিষ্ঠানের মালিকানা: আফাকু কোল্ড স্টোরেজে মান্নার ৫০ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৫০ শতাংশের মালিক তার অংশীদার ও ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরী এবং পরিচালক ইসমত আরা লাইজু।

  • ব্যাংকের দাবি: ২০১০ সালে প্রতিষ্ঠানটিকে ২২ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। নিয়মিত কিস্তি পরিশোধ না করায় সুদে-আসলে তা বেড়ে ৩৮ কোটিতে দাঁড়িয়েছে বলে ব্যাংক দাবি করে।

তবে চেম্বার আদালতের আজকের আদেশের ফলে মান্না এখন ঋণখেলাপির তালিকা থেকে মুক্ত এবং নির্বাচনের মাঠে থাকার পূর্ণ সুযোগ পেলেন।

Walang nakitang komento


News Card Generator