close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে: প্রধান উপদেষ্টার প্রেস সচিবের স্পষ্ট বার্তা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস এ
আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রসঙ্গত, বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করা যেতে পারে। নির্বাচন রোডম্যাপ স্পষ্ট: প্রেস সচিব বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন আয়োজনের নির্দিষ্ট রোডম্যাপ চাওয়ার পরিপ্রেক্ষিতে শফিকুল আলম বলেন, "রোডম্যাপ তো খুবই স্পষ্ট। যদি কম সংস্কার হয়, তবে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে। কিন্তু চূড়ান্ত তারিখ সংস্কারের অগ্রগতির ওপর নির্ভর করবে। তবে মানুষ আশা করতে পারে যে নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।" এ সময় প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা এবং মনোনয়ন দাখিলের সময়সূচি ঠিক করা। সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কাজ করবে। গণ-অভ্যুত্থান ও বিচার প্রসঙ্গ জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলম বলেন, "যাদের হাতে রক্ত রয়েছে, তাদের বিচার হবে। রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কেউ—গুমের সঙ্গে জড়িতদেরও বিচারের আওতায় আনা হবে। এখানে কোনো ছাড় নেই।" ইউজিসির নাম পরিবর্তন এদিন প্রেস সচিব আরও জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নাম পরিবর্তন করে ‘ইউনিভার্সিটি কমিশন’ করা হবে। শফিকুল আলম বলেন, "মঞ্জুরি শব্দটি সময়োপযোগী নয়। শিক্ষাখাতকে উন্নত করার জন্য বড় পরিসরে সংস্কার কাজ হবে।" তিনি শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষাকে দুর্নীতিমুক্ত করার পরিকল্পনাসহ সরকারের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন। প্রধান উপদেষ্টার মিসর সফর সংবাদ ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাত ১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ। ### সংক্ষিপ্ত সারাংশ: জাতীয় নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গণহত্যা ও গুমের বিচার নিশ্চিত করা, শিক্ষায় বড় সংস্কার এবং ইউজিসির নাম পরিবর্তনসহ সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
Ingen kommentarer fundet