close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নিজের দল নিয়ে বলার না থাকলে চুপ থাকুন, ছাত্রদল সভাপতিকে শিবির নেতার বার্তা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ছাত্রদল সভাপতির বক্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে জবাব দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আসাদুল ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি রাকিবুল ইসলাম রাকিবকে 'দায়িত্বহীন ও ভিত্তিহীন' ভাষার জন্য ক..

ঢাকা, ৫ জুলাই — ছাত্র রাজনীতির উত্তাল মঞ্চে আবারো মুখোমুখি দুই ছাত্র সংগঠনের নেতৃত্ব। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবির নিয়ে কড়া বক্তব্য রাখার পর, পাল্টা প্রতিক্রিয়া এসেছে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে।

জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম শুক্রবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ্য বার্তায় ছাত্রদল সভাপতিকে উদ্দেশ করে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি লেখেন,
“একটি বৃহৎ, ত্যাগী ও আদর্শভিত্তিক ছাত্রসংগঠনের নেতৃত্ব থেকে ছাত্রসমাজ যেমন দায়িত্বশীল বক্তব্য আশা করে, তেমনই আশা করে তথ্যনির্ভর ও বিনয়ের সাথে সমালোচনা। কিন্তু আপনি যেভাবে দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর এবং ভিত্তিহীন বক্তব্য রাখলেন, তা শুধু দুঃখজনকই নয়, ন্যক্কারজনক।

তিনি আরও বলেন, “আপনি আমার নাম উল্লেখ না করে আমাকে ‘ছাত্রলীগ’ বলে আখ্যা দিলেন— কীভাবে এতটা নিচে নামা যায়, তা আমার বোধগম্য নয়। একটি আদর্শিক সংগঠনকে হেয়প্রতিপন্ন করার এমন অপচেষ্টা রাজনৈতিক শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী।”

শিবির সভাপতি তার পোস্টে দাবি করেন, রাকিব শুধুমাত্র মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নিতে চান। তিনি রাকিবুল ইসলামের বক্তব্যকে ‘ঘৃণ্য, বেপরোয়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যায়িত করে বলেন,
এই মন্তব্য আপনি অবিলম্বে প্রত্যাহার করুন। অন্যথায় ভবিষ্যতে আপনার বক্তব্যের নৈতিক দায়ভার আপনার ওপরই বর্তাবে।”

আসাদুল ইসলাম তার পোস্টে আরও উল্লেখ করেন, “ছাত্ররাজনীতি কোনো ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জায়গা নয়। এটি একটি আদর্শচর্চার মাধ্যম। একজন ছাত্রনেতা হিসেবে আপনি যদি নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার মতো শক্তি না রাখেন, তাহলে দয়া করে চুপ থাকুন।

তিনি তার বক্তব্যে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন
“জুলাই বিপ্লবোত্তর ছাত্রসমাজ আপনার এই বক্তব্য কখনোই গ্রহণ করবে না। রাজনৈতিক বিরোধিতা করুন, কিন্তু প্রতিপক্ষ সংগঠনের অস্তিত্ব মুছে দেওয়ার মতো ভাষা ব্যবহার করবেন না। একটি ডানপন্থী, আদর্শবাদী সংগঠনকে এভাবে সমূলে বিনাশের হুমকি দেওয়া রাজনৈতিক শালীনতার পরিপন্থী।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবির সম্পর্কে নানা অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, শিবিরের রাজনীতি বাংলাদেশে বিভাজন ও মৌলবাদের জন্ম দিয়েছে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘অগণতান্ত্রিক রাজনীতি’র পরিবেশ সৃষ্টি করেছে।

এই মন্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। শিবিরের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জবি শাখার সভাপতি এই বিবৃতি দেন।

বিশ্লেষণ:ছাত্র রাজনীতিতে মতপার্থক্য ও দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে এসব দ্বন্দ্ব আরও ব্যক্তিগত রূপ নিচ্ছে, যা সাধারণ ছাত্রদের মনেও প্রশ্নের জন্ম দিচ্ছে— আদৌ এই ছাত্রনেতারা আদর্শের জন্য লড়ছেন, নাকি ব্যক্তিগত অবস্থান রক্ষার জন্য?

বিশেষজ্ঞদের মতে, এই ধরণের বিতর্ক রাজনৈতিক পরিবেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। ছাত্রসংগঠনগুলোকে আরও পরিপক্ব, সহনশীল এবং তথ্যনির্ভর রাজনৈতিক চর্চার প্রতি মনোনিবেশ করতে হবে।

ছাত্ররাজনীতিতে পারস্পরিক সমালোচনা থাকতে পারে, কিন্তু সেটি হতে হবে ভদ্রতা, যুক্তি ও আদর্শের মাধ্যমে। ব্যক্তি আক্রমণ ও হেয়প্রতিপন্ন করার প্রবণতা না কমলে রাজনীতির ভবিষ্যৎ নেতারা আদর্শ নয়, ক্ষোভ ও বিদ্বেষকেই বেছে নেবেন।

Tidak ada komentar yang ditemukan