যশোর চৌগাছা এ বি সি ডি কলেজে নবীন উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১১.০৬.২৫ (বুধবার) ১১ ঘটিকায় কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রেজাউল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোহানা ইসলাম মাহা,সাধারণ সম্পাদক ফায়সাল হোসাইন,প্রচার সম্পাদক জেসমিন নাহার জলি,মোহাম্মদ আজিজুল ইসলাম এবং সংগঠনটির সদস্যবৃন্দ। 
উক্ত অনুষ্ঠানে নবীন উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সোহানা ইসলাম মাহা বলেন, আমরা বিশ্বাস করি ছোট ছোট ভালো কাজই সমাজের বড় পরিবর্তনের সূচনা করে। 
মানবিকতা, সহমর্মিতা ও এই তিনটি মূল মন্ত্রকে সামনে রেখে এগিয়ে চলেছি একটি সুন্দর সচেতন সহানুভূতিশীল সমাজ গড়ার লক্ষ্যে।আপনাদের সহযোগিতা ভালোবাসা প্রেরনাই আমাদের সাফল্যের পথ চলা শেখায়। 
তিনি আরো বলেন,অসহায় মানুষের পাশে থাকায় আমাদের সাফল্য।
সংগঠন এর বিষয়ে অধ্যক্ষ রিজাউল ইসলাম বলেন, নিশ্চয়ই সংগঠনটি অসহায় মানুষ ও সমাজের জন্য ভালো কাজ করে যাচ্ছে।
আমি সংগঠনটির পাশে ছিলাম পাশে থাকবো এবং সব সময় উৎসাহ দিয়ে যাচ্ছি।
সংগঠনটি  সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			