close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে জাতীয় পার্টির এক নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযানকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, বন্দর থানা জাতীয় পার্টির সহসভাপতি আঁখি নূর চৌধুরী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে, ছাত্রলীগের সক্রিয় সদস্য রাব্বি (২৩)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই মামলার এজাহারভুক্ত আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে।
کوئی تبصرہ نہیں ملا