শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনিরুল ইসলাম মনি (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের চান্দের নন্নী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মনি চান্দের নন্নী গ্রামের আবুল কাসেমের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মনিরুলের বসতঘরে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতকে শনিবার দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Ingen kommentarer fundet



















