মনপুরায় ইসলামি  ছাত্র আন্দোলন বাংলাদেশ এর  ঈদ পুনর্মিলনী। ..

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
১০/৬/২০২৫
মনপুরায় ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মনপুরা উপজেলা শাখার  নেতাকর্মীরা এক ঈদ পুনর্মিলনীতে অংশ নিয়েছেন। সোমবার বিকেলে মনপুরা উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ ঈদ ..

 ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুরনবী  ঈদ পুর্নমিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তৃতায় তিনি বলেন,  এবারের ঈদ ছিল স্বৈরাচারমুক্ত বাংলাদেশের আনন্দময় ঈদ।   কিন্তু আমার ঈদটা আনন্দের যায়নি, কারণ এবার এতজন সন্তানহারা মা, স্বামীহারা স্ত্রী, বাবাহীন সন্তান  ঈদের সম্মুখীন হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সহ-সভাপতি মুহা: আব্দুর রহমান বাহার।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাফেজ মাওলানা শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ, মনপুরা উপজেলা শাখা,হাফেজ রফিকুল ইসলাম। 
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মো: মিজানুর রহমান সাবেক ছাত্র যুব বিষয়ক সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখা।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আব্দুল মতিন ফয়েজী ইসলামী আন্দোলন ,মুফতি মো: আব্দুর রহিম  ইসলামী যুব আন্দোলন, হেলাল উদ্দিন নাঈম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিতুমীর কলেজ শাখা, আরও উপস্থিত ছিলেন ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদ,পার্থী হাফেজ মাওলানা মো: ইলিয়াস হোসেনসহ প্রমুখ।  সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি ইলিয়াস হোসেন বলেন আমাকে আপনারা পছন্দ করেছেন। আমাকে আপনারা চেয়ারম্যান পদ,পার্থী  হিসেবে দেখতে চেয়েছেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সকলের কাছে দোয়া চাই।

Nenhum comentário encontrado


News Card Generator