close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মিথ্যা মামলার প্রতিবাদে আশুলিয়ায় সাংবাদিকদের মানববন্ধন ..

SHARIF MIA avatar   
SHARIF MIA
আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া

 সাভার সেটেলমেন্ট অফিসের দুর্নীতি ও ঘুষ গ্রহণের তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা ও সাজানো মিথ্যা মামলার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বুধবার সকালে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইপিজেড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোন প্রকার তদন্ত ছাড়াই সাভার মডেল থানা মামলাটি গ্রহণ করেছে। পুলিশ প্রশাসনের এমন দায়িত্বহীনতার বিষয়ে ঊর্ধ্বতল মহলের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

বক্তারা আরও বলেন, সেটেলমেন্ট অফিসে দুর্নীতির তথ্য সংগ্রহের সময় দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমন, বিজয় টিভির শেখ শরিফ ও চ্যানেল এস এর জাহিদুল ইসলামের উপর চেয়ার উঁচু করে হামলা চালান কতিপয় কর্মকর্তা-কর্মচারী। সাংবাদিকদের পেশাগত কাজে বাধা, হামলা, তাদের হেনস্তা পরও পুলিশ মামলা গ্রহণ করেনি। অথচ সাংবাদিকদের বিরুদ্ধে হামলাকারীদের সাজানো মিথ্যা মামলা পুলিশ ঠিকই নথিভুক্ত করেছে। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত নিন্দনীয়। এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।

এ ধরনের সাজানো মিথ্যা মামলা তীব্র নিন্দা নিন্দা ও প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা।

মানববন্ধনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

Nema komentara


News Card Generator