close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ১

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ১
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আট জন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মহাসড়কের সদর দক্ষিণের কমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসুদ রানা। স্থানীয়দের বরাতে তিনি বলেন, চট্টগ্রামমুখী আনন্দ এন্টারপ্রাইজের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি বাস চালকের সহকারী ছিলেন। তবে আমরা এখনো তার পরিচয় নিশ্চিত করতে পারিনি। তিনি আরও বলেন, দ্বিখন্ডিত লাশ এবং দুর্ঘটনাকবলিত বাস ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
לא נמצאו הערות


News Card Generator