close
লাইক দিন পয়েন্ট জিতুন!
শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ালেন বন্দিনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। শনিবার রাত ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থান ঘুরে গরিব-অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। শহরের চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, ডিআইটি, মণ্ডলপাড়া এবং কেন্দ্রীয় রেলস্টেশন এলাকা থেকে শুরু করে বিভিন্ন স্থানে শীতের প্রখরতা থেকে রক্ষার জন্য কম্বল মুড়িয়ে দেন ডা. সাবরিনা।
এ কার্যক্রমের সময় ডা. সাবরিনা জানান, "শীতের সময় শীতবস্ত্রের অভাবে কতটা কষ্ট হয় তা আমি জানি, কারণ আমি নিজেও জীবনে এমন পরিস্থিতি মোকাবিলা করেছি। কাশিমপুরে অনেক শীত পড়ে, তাই এখানে আসলাম গরিবদের পাশে দাঁড়াতে।" তিনি আরও বলেন, "এটি কোনো দান নয়, এটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি পদক্ষেপ।"
বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম. ইব্রাহীম পাটোয়ারী জানান, বন্দিনী ফাউন্ডেশনের অর্থায়নে ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় কম্বল বিতরণের পর নারায়ণগঞ্জে এটি পরিচালিত হয়। সংগঠনের কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সচিব সেলিম আহমেদ ডালিম জানান, ডা. সাবরিনা নিজে খুঁজে খুঁজে গরিব-অসহায়দের কম্বল দিয়েছেন এবং ভবিষ্যতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ডা. সাবরিনা বলেন, "মানুষের অধিকার নিশ্চিত করার পাশাপাশি আরও অনেক সামাজিক কার্যক্রম পরিচালনা করতে চাই।
لم يتم العثور على تعليقات