‘মব জাস্টিস’ এক হিংস্র উন্মাদনা: তারেক রহমান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, 'মব জাস্টিস' এখন একটি হিংস্র উন্মাদনায় পরিণত হয়েছে, যা মানবতা ও গণতন্ত্রের জন্য ভয়ানক হুমকি। ১..

মব জাস্টিস' এক হিংস্র উন্মাদনা, গণতন্ত্র ধ্বংসের হাতিয়ার: তারেক রহমান

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক শক্তিশালী বিবৃতিতে বলেছেন, বর্তমানে 'মব জাস্টিস' বা জনতালোক বিচার মানবতার চরম শত্রু হয়ে উঠেছে। তিনি এটিকে একটি হিংস্র উন্মাদনা বলে আখ্যায়িত করে জানান, এ ধরণের বিচার শুধু আইনের শাসনের উপর আঘাত নয়, এটি একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।

তিনি বলেন, "বিশ্বজুড়ে আজও নির্যাতনের ভয়াল থাবা ছড়িয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক জাতি স্বাধীনতা পেলেও সহিংসতা থামেনি। বরং নানা স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক শাসনের কারণে আজ কোটি কোটি মানুষ নির্মম নির্যাতনের শিকার।"

তারেক রহমান মনে করেন, জাতিসংঘ ঘোষিত ২৬ জুন 'আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস' মানবতার প্রতি শ্রদ্ধা ও সংহতির প্রতীক। তবে এ দিবস শুধু স্মরণ করার জন্য নয়, বরং নির্যাতনের বিরুদ্ধে লড়াই করার জন্য উপলক্ষ হওয়া উচিত।

তিনি কড়া ভাষায় অভিযোগ করেন, "আজ অনেক দেশেই নাগরিকদের মৌলিক অধিকার পদদলিত হচ্ছে। বিরোধী মতাবলম্বীদের বিরুদ্ধে মামলা, গুম, খুনের মাধ্যমে রাষ্ট্রীয় দমন-পীড়ন চলছে। বাংলাদেশেও বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে বন্দি করে ফ্যাসিবাদী শাসন চালিয়ে যাচ্ছে।

তারেক রহমান বলেন, আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ এক সর্বগ্রাসী রাষ্ট্রে রূপ নিয়েছে। স্বাধীন মতপ্রকাশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা, আইনের শাসন — সবকিছুকে দমন করা হয়েছে। রাজনৈতিক ভিন্নমতকে সহ্য না করে ‘পেটোয়া বাহিনী’ দিয়ে নির্যাতন চালানো হয়েছে। এমনকি জাতীয় নেত্রী খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে।

তিনি বলেন, “এই সরকার এমন এক ভয়াবহ দমননীতির জন্ম দিয়েছে যেখানে শুধু বিরোধীদের নয়, সাধারণ মানুষেরও অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। নারী ও শিশুরাও রেহাই পায়নি। বিচারহীনতার সংস্কৃতির ফলে পোষ্য বাহিনী রাষ্ট্রের ছায়ায় জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে।”

তারেক রহমান আরও বলেন, "গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা বা মুক্ত সমাজ গড়ার পথে আজ ‘মব জাস্টিস’ এক ভয়ংকর প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এটি একটি রাষ্ট্রকে একমাত্রিক ফ্যাসিবাদের দিকে ঠেলে দেয়।

তার বক্তব্যে উঠে এসেছে একটি গভীর বার্তা — দেশে-বিদেশে যারা নির্যাতনের শিকার, তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, "আমরা যদি মানবতা, ন্যায়বিচার, আইনের শাসন এবং সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই, তাহলে গণতান্ত্রিক শক্তির একতাবদ্ধ প্রয়াস অত্যন্ত জরুরি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেষপর্যন্ত বলেন, "বিশ্বের সব গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটি শুধুই রাজনৈতিক সংগ্রাম নয়, এটি মানবতার অস্তিত্ব রক্ষার যুদ্ধ।

  • আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে বিবৃতি।

  • 'মব জাস্টিস'–কে হিংস্র উন্মাদনা হিসেবে আখ্যায়িত।

  • বাংলাদেশে ১৬ বছরের ফ্যাসিবাদী দমন-পীড়নের বর্ণনা।

  • খালেদা জিয়ার কারাবাস, সংবাদমাধ্যম দমন এবং নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ।

  • গণতন্ত্র পুনরুদ্ধারে গণতান্ত্রিক শক্তির ঐক্যের আহ্বান।

Inga kommentarer hittades


News Card Generator