close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মাওলানা রঈস হত্যার বিচারের দাবিতে বাঘাইছড়ি উপজেলার ইমাম-খতিবদের আহলে সুন্নাত ওয়াল জামাতে মানববন্ধন অনুষ্ঠিত..

MD Ariful Islam avatar   
MD Ariful Islam
মানববন্ধন কর্মসূচিতে বাঘাইছড়ি উপজেলার ইমাম-খতিবদের আহলে সুন্নাত ওয়াল জামাতে মাওলানা রঈস হত্যার বিচারের দাবি উঠেছেন।..

মব ভায়োলেন্সের মাধ্যমে গাজীপুরে ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিন হত্যার প্রতিবাদে চিহ্নিত খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

 

বুধবার ( ৭ মে) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মুখে আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও ইমাম-মুয়াজ্জিন সংহতি পরিষদের যৌথ উদ্যােগে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

এসময় আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাঘাইছড়ি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর বারী এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন কাচালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ কাউছার উদ্দিন নুরী।

 

এসময় বক্তব্য রাখেন, আহলে সুন্নত ওয়াল জামাআতের রাঙ্গামাটি জেলা শাখার সদস্য মাওলানা বশির উদ্দিন আনসারী, মধ্যমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম, উগলছড়ি দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম, মাষ্টারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আতাউর রহমান সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা রঈস উদ্দিন হত্যার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও এখনো খুনিদের গ্রেফতার করা হলো না, যা নিন্দনীয় অপরাধ। তাকে যে বিষয়ে অপরাধী বানানো হয়েছে, বাস্তবতায় তার সাথে এই বিষয়ে বিন্দু মাত্র সম্পর্ক ছিল না। শুধু মাত্র মতের অমিল থাকার কারণে তাকে হত্যা করা হয়েছে। তাকে যখন পুলিশের গাড়িতে তোলা হয়, তখন তিনি পানির জন্য হাহাকার করেও পানি পায়নি। একজন প্রশাসনের কর্মকর্তা পুলিশ তার সামনে পানি দিয়ে সেটা আবার নিয়ে নেয়। 

 

এছাড়াও বক্তারা অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর প্রশ্ন রেখে বলেন, খুনিদের ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও এখনো কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? নাকি উপরের মহলের কারো নির্দেশ রয়েছে?

 

মাওলানা রইস উদ্দীন ছিলেন একজন সৎ, শান্তিপ্রিয় ও দ্বীনদার আলেম। তাঁর নির্মম হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তম্ভিত করেছে। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Nessun commento trovato