close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মানবিক কার্যক্রমে ৫৪ বিজিবি: দুর্গম পাহাড়ে ক্রীড়া সামগ্রী বিতরণ..

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)। ..

শনিবার (২৭ ডিসেম্বর) রাঙ্গামাটির বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী-এর সার্বিক নির্দেশনায় নিউথাংনাংপাড়া দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত যুবকদের খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজিবি জানায়, বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় স্থানীয় যুবকদের মাঝে ভলিবল ও নেট প্রদান করা হয়।

এ বিষয়ে ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন “সীমান্ত ও দেশ রক্ষার পাশাপাশি দুর্গম ও অবহেলিত এলাকার মানুষের কল্যাণে মানবিক সহায়তা কার্যক্রম বিজিবি নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

বিজিবির এই মানবিক উদ্যোগে স্থানীয় কারবারি বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিজিবির এই মহৎ উদ্যোগ পাহাড়ি এলাকার যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে দেশ ও জাতিকে আরও সংবদ্ধভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

স্থানীয়দের মতে, ৫৪ বিজিবির এমন মানবিক কার্যক্রম পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে বাহিনীর সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং দুর্গম অঞ্চলের সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator