মামুনুল হকের ‘আস্থার প্রতীক’ হয়ে মাঠে মুহাম্মদ ফয়সাল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গতানুগতিক বড় দলগুলোর ভিড়ে ফয়সাল এমন একটি ‘তৃতীয় শক্তি’ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছেন, যা হেভিওয়েট প্রার্থীদেরও কপালে চিন্তার ভাঁজ ফেলছে।..

রাজনীতির অলিগলি খ্যাত ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল, পল্টন ও রমনা। ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-৮ এ এবার প্রচলিত রাজনৈতিক সমীকরণে বড়সড় ধাক্কা লাগতে যাচ্ছে। দীর্ঘদিনের চেনা মুখ আর পুরোনো হিসাব-নিকাশ পাল্টে দিতে এই ‘হট সিটে’ এবার ভিন্ন কৌশলে এগুচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের আমির ও বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদ মামুনুল হক নিজেই এই আসনের দায়িত্ব তুলে দিয়েছেন তরুণ নেতৃত্ব মুহাম্মদ ফয়সালের কাঁধে।

তারুণ্য ও আস্থার নতুন নাম সচিবালয় থেকে ব্যাংক পাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়তুল মোকাররম জাতীয় রাজনীতির সবচাইতে স্পর্শকাতর এই জনপদে এবার পরিবর্তনের হাওয়া বেশ জোরেশোরেই বইছে। ভোটারদের একটি বড় অংশ, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মানুষ দীর্ঘদিন ধরে এমন একজন প্রতিনিধির অপেক্ষায় ছিলেন, যিনি হবেন স্বচ্ছ ইমেজের এবং সাহসী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঠিক সেই পালসটিই ধরতে পেরেছে। দলের শীর্ষ নেতৃত্বের স্বাক্ষরিত টিকিট হাতে পাওয়ার পর মুহাম্মদ ফয়সাল এখন কেবল একটি নাম নয়, বরং একটি ‘সাইলেন্ট রিভোল্যুশন’ বা নীরব বিপ্লবের প্রতীক হিসেবে আবির্ভূত হচ্ছেন।

‘রিকশা’র চাকায় ঘুরছে রাজনীতির চাকা ঢাকা-৮ আসনে এবার ‘রিকশা’ প্রতীকটি হয়ে উঠতে পারে গেম চেঞ্জার। সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত সবার কাছেই এই প্রতীকটি অত্যন্ত আপন। তবে এর পেছনের চালিকাশক্তি হিসেবে যখন মাওলানা মামুনুল হকের মতো নেতার সমর্থন থাকে, তখন ভোটের মাঠের গণিত আর সাধারণ থাকে না। রাজনৈতিক বোদ্ধারা বলছেন, মুহাম্মদ ফয়সালকে এই আসনে মনোনয়ন দেওয়াটা দলের একটি সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান। গতানুগতিক বড় দলগুলোর ভিড়ে ফয়সাল এমন একটি ‘তৃতীয় শক্তি’ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছেন, যা হেভিওয়েট প্রার্থীদেরও কপালে চিন্তার ভাঁজ ফেলছে।

মাঠের চিত্র ও নীরব জনসমর্থন যদিও বড় শোডাউন বা হইচইয়ের চেয়ে কৌশলগত জনসংযোগেই বেশি জোর দেওয়া হচ্ছে, তবুও মতিঝিল-পল্টনের বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ এখন আর পুরোনো ধারার রাজনীতিতে আটকে থাকতে চায় না। তারা চায় তারুণ্য, মেধা এবং আদর্শের সমন্বয়। মুহাম্মদ ফয়সাল সেই আকাঙ্ক্ষারই মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।

দলের হাইকমান্ডের গ্রিন সিগন্যাল পাওয়ার পর থেকেই ভেতরে ভেতরে একাট্টা হতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা। তাদের লক্ষ্য একটাই ঢাকার এই প্রেস্টিজিয়াস আসনে এমন একটি বিজয় ছিনিয়ে আনা, যা জাতীয় রাজনীতিতে এক নতুন বার্তা দেবে।

আগামীর বার্তা ঢাকা-৮ আসনটি কার দখলে যাবে, তা সময় বলে দেবে। কিন্তু এটা নিশ্চিত যে, মাওলানা মামুনুল হকের আস্থভাজন মুহাম্মদ ফয়সাল মাঠে নামার ফলে এই লড়াই আর একপাক্ষিক থাকছে না। বরং সচেতন ভোটাররা মনে করছেন, এবার ব্যালটে এক বড় চমক অপেক্ষা করছে, আর সেই চমকের নাম হতে পারে ফয়সাল।

Keine Kommentare gefunden


News Card Generator