close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিমের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বিকেলে এই সাক্ষাৎ হয় বলে জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ভূমিকা ও জাতীয় সংসদে দলের নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়। এ সময় তাঁরা বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
Geen reacties gevonden