close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মালয়েশিয়ায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন: একটি সোনালী বাংলাদেশের স্বপ্নচারণা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আজ একটি স্বয়ংসম্পূর্ণ ও সোনালী দেশে পরিণত হতো। এমনই মন্তব্য করেছেন বিএনপি মালয়েশিয়া শাখার
বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আজ একটি স্বয়ংসম্পূর্ণ ও সোনালী দেশে পরিণত হতো। এমনই মন্তব্য করেছেন বিএনপি মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ড. আহমেদ বোরহান। তার মতে, জিয়াউর রহমানের নেতৃত্বাধীন একটি উন্নত বাংলাদেশে কাউকেই শ্রমিক ভিসায় বিদেশে যেতে হতো না। রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “জিয়াউর রহমান বেঁচে থাকলে দেশের এমন উন্নয়ন হতো যে বিদেশি শ্রমিকরা আমাদের দেশে কাজ করতে আসত। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমরা সেই স্বপ্নদ্রষ্টাকে অকালে হারিয়েছি। তার অভাবে আমাদের সন্তানদের মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে শ্রমিক ভিসায় যেতে বাধ্য হতে হচ্ছে।” অনুষ্ঠানের আয়োজন ও উপস্থিতি মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা শহিদ উল্যাহ শহিদের সভাপতিত্বে ও মো. মেহেদি হাসানের সঞ্চালনায় এই সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আলী হোসেন, কুয়ালালামপুর মহানগর বিএনপি নেতা শরীফুল ইসলাম শরীফ এবং যুবদল নেতা মোশারফ হোসেন। সভায় উপস্থিত ছিলেন কোতারায়া শাখা বিএনপি সভাপতি লিটন আবাদ, সাধারণ সম্পাদক মো. দুলাল, চৌকিট শাখা বিএনপি উপদেষ্টা মিজানুর রহমান সুমন, সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক মো. সুমন, কেপং বিএনপি সভাপতি কামাল উদ্দিন রানা, সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফ, কেলাং বিএনপি সভাপতি মোখলেছ মিয়া, পাংসাপুরী শাখা সাধারণ সম্পাদক মো. পান্না, মসজিদ ইন্ডিয়া সভাপতি মো. উজ্জ্বল, সাধারণ সম্পাদক শামীমসহ তামিংজায়া, শ্রীমুদা, চেরাস, পোর্ট কেলাং, বাতু কেভস ও পুডু শাখা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। স্মরণসভা ও দোয়া মোনাজাত সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বলেন, তার নেতৃত্ব দেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল এবং তিনি বাংলাদেশের জন্য যে স্বপ্ন দেখেছিলেন, তা এখনো মানুষের মনে জ্বলজ্বল করছে। তারা দেশকে সোনার বাংলায় পরিণত করার স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
Aucun commentaire trouvé


News Card Generator