close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
মাজার, বাউল সংগীত এবং কাওয়ালি গানের ওপর কোনো ধরনের হামলা সহ্য করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার সকালে গুলশান সোসাইটি লেক পার্কে চীন দূতাবাস আয়োজিত বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ফারুকী বলেন, "মাজার বা বাউল সংগীত এবং কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও হামলার ঘটনা ঘটছে। এটি একটি জায়গায় হলেও আমাদের অবস্থান স্পষ্ট—শূন্য সহিষ্ণুতা। আমরা এমন হামলা কোনোভাবেই বরদাশত করবো না।"
তিনি আরও জানান, দেশের শিল্প-সংস্কৃতিকে এগিয়ে নিতে সরকার নানান পদক্ষেপ গ্রহণ করেছে। শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রতি মাসেই নানা আয়োজন হচ্ছে। "এই মাসে ১২টি সাধু মেলা অনুষ্ঠিত হয়েছে, যা আগামী মাসে দ্বিগুণ করে ২৪টিতে উন্নীত করা হবে," বলে তিনি উল্লেখ করেন।
মাজারে হামলার সাম্প্রতিক ঘটনা
ময়মনসিংহ শহরে শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজারে বুধবার রাতে মাদ্রাসা ছাত্রদের হামলার ঘটনা আলোচনায় এসেছে। মাহফিল, দোয়া এবং কাওয়ালি অনুষ্ঠানে বাধা দিয়ে মাজারের ২০০ বছরের পুরনো একটি অংশ ভেঙে ফেলা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতা, সংস্কৃতিকর্মী এবং সাধারণ মানুষ।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বিভিন্ন জায়গায় মাজারে হামলা এবং ভাঙচুরের একাধিক ঘটনা ঘটে। তবে সরকারের কঠোর পদক্ষেপের ফলে এসব ঘটনা অনেকটাই কমে আসে।
সংস্কৃতির উন্নয়নে চীনের অংশীদারিত্ব
বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় চীনের ভূমিকা নিয়ে আশাবাদ প্রকাশ করে ফারুকী বলেন, "নতুন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে চীনকে পাশে পাওয়া যাচ্ছে।"
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার এই বার্তা শুধু শিল্প-সংস্কৃতির সুরক্ষা নয়, সামাজিক সম্প্রীতির গুরুত্বপূর্ণ দিকেও আলোকপাত করে। সরকারের শূন্য সহিষ্ণুতার বার্তা এ ধরনের হামলার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
No se encontraron comentarios