close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মায়ের কোলের মতো বিএনপির কাছে বাংলাদেশ গঠন নিরাপদ : শিমুল বিশ্বাস..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পাবনায় এক কর্মীসভায় শিমুল বিশ্বাস বলেন, জনগণের জীবনের নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। দেশের উন্নয়ন ও অধিকার আদায়ের সংগ্রামে ছাত্রদের আত্মত্যাগ স্মরণ করে তিনি জানান, মায়ের..

শিশু যেমন মায়ের কোলেই নিরাপদ, বাংলাদেশও বিএনপির হাতেই তেমনি নিরাপদ থাকবে”— এমন দৃপ্ত উচ্চারণে আগামী রাষ্ট্র গঠনের বার্তা দিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বর্ষীয়ান শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

গতকাল শনিবার (২৪ মে) বিকেলে পাবনা সদরের দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শিমুল বিশ্বাস বলেন, “বিএনপি একটি উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরলস কাজ করছে। দেশের মানুষ রাজনৈতিক অধিকার নিয়ে বাঁচতে চায়, চায় জীবনের নিরাপত্তা। সেই চাহিদা পূরণে বিএনপি অঙ্গীকারবদ্ধ। আমরা মানুষের জীবনের মূল্য বুঝি, সম্পদের নিরাপত্তার গুরুত্ব দিই, এবং সেই লক্ষ্যে কাজ করছি।”

সভায় দেশের তরুণ প্রজন্মের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজ আমাদের শিখিয়েছে কীভাবে অধিকার আদায় করতে হয়। তারা জীবন দিয়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে—জীবন কেবল বেঁচে থাকার নাম নয়, অধিকারসহ বাঁচার নাম। সেই আন্দোলনের চেতনা আমাদের পথ দেখায়, আমাদের আন্দোলনকে দৃঢ় করে।”

শিমুল বিশ্বাস আরও বলেন, “আমার নির্বাচনী এলাকার মানুষ প্রতিদিন আসে রাস্তাঘাট, মসজিদ-মাদরাসা নির্মাণের দাবি নিয়ে। অনেক অঞ্চল এখনো উন্নয়নের ছোঁয়া পায়নি। আমি এসব এলাকাকে দ্রুত উন্নয়নের আওতায় আনতে চাই। চিকিৎসা ক্ষেত্রে অবহেলার কারণে অনেক মানুষ কষ্টে আছে—তাদের পাশে দাঁড়ানোই এখন আমার মূল দায়িত্ব।”

তিনি এক আবেগঘন বক্তব্যে বলেন, “মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে। জনগণের সমস্যা শুনেই আমরা সমাধানের পথ খুঁজি। আমার মন সবসময় ঢাকায় নয়, পাবনার মানুষের সঙ্গেই থাকে।”

সমাজের সার্বিক উন্নয়নে সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “আমরা উন্নত রাষ্ট্র চাই, তবে সে রাষ্ট্র গঠনে সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধকেও গুরুত্ব দিতে হবে। সমাজে সচেতনতা বাড়াতে হবে। আমরা মানবিকতা দিয়ে রাষ্ট্র গড়তে চাই।”

এসময় তিনি চরতারাপুর ও দুবলিয়া অঞ্চলের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই অঞ্চলের মাটি ও মানুষের সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের প্রতিটি অধ্যায়। ঢাকায় থেকেও আমি এখানকার প্রতিটি মানুষের কথা মনে রাখি।”

সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান মন্টু বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষাবিদ মাহতাব উদ্দিন বিশ্বাস, ব্যবসায়ী আব্দুস সাত্তার বিশ্বাস, মির্জা আজিজুর রহমান, একেএম মুছা, জহুরুল ইসলাম, রেহানুল ইসলাম বুলাল এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নাজমুল হোসেন বিশ্বাস, বিএনপি নেতা আব্দুল মালেক, ফরহাদ জোয়ার্দার, শামসুর রহমান রেন্টু, আব্দুর রহিম মহুরী, ছাত্রদল নেতা বাবুল আক্তার বিশ্বাস বাবু সহ যুবদল, কৃষকদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

সভাটি ছিল দলীয় ঐক্য, জনসম্পৃক্ততা এবং আগামী দিনের রাষ্ট্র গঠনের রূপরেখা নিয়ে এক স্পষ্ট ও সাহসী ভাষণে পরিপূর্ণ।

Không có bình luận nào được tìm thấy