মা মানেই পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয়: মা দিবসে আবেগঘন বার্তা দিলেন তারেক রহমান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিশ্ব মা দিবসে দেশের সব মাকে জানালেন শ্রদ্ধা ও ভালোবাসা। মাতৃত্বের গৌরব, ত্যাগ ও ভালোবাসার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন—"মা শুধু একটি শব্দ নয়, একটি অনুভব, একটি শক্..

১১ মে, বিশ্ব মা দিবস। মায়েদের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও স্নেহের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বের নানা প্রান্তে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। এ উপলক্ষে দেশের সব মা'কে উদ্দেশ্য করে এক আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তিনি লিখেন, “আজকের এই দিনে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশসহ বিশ্বের সকল মা’কে। আমি তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি।”

তারেক রহমান বলেন, মা দিবস একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সম্মানসূচক দিন। এই দিনটি সমাজ ও পরিবারে মায়ের গুরুত্ব ও অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পালিত হয়। যদিও মা’কে ভালোবাসা প্রতিটি দিনের বিষয়, তবুও এই বিশেষ দিনটি মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আলাদাভাবে পালন করা হয়।

তিনি আরও বলেন, “পরিবারের ভিত গড়েন মা। একজন মহীয়সী মায়ের শিক্ষায়ই গড়ে ওঠে একটি শিশুর ভবিষ্যৎ। মা তার সন্তানকে কঠিন সংগ্রাম, ক্লান্তি ও দুঃসময়েও আগলে রাখেন। সুমাতার সহচার্যে সন্তানের ভেতরে জন্ম নেয় প্রকৃত মানবিক সত্তা, তার আত্মা হয় নির্মল, স্বচ্ছ ও পবিত্র।”

মা দিবস নিয়ে তার বক্তব্যে তিনি বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতিতেও এই দিবস পালনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “বহু দেশ ও জাতি মাতৃত্বের সম্মানে বিশেষ কর্মসূচি গ্রহণ করে দিবসটিকে দিয়েছে এক অসাধারণ মাত্রা। পৃথিবীর সবচেয়ে মধুর ডাক ‘মা’—এই ছোট শব্দে নিহিত রয়েছে অফুরন্ত ভালোবাসা, স্নেহ ও নির্ভেজাল অনুভূতি।”

তিনি এসময় স্মরণ করেন বিএনপি চেয়ারপারসন ও নিজের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বলেন, “রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ ও সমাজ উন্নয়নে খালেদা জিয়ার জীবন কেটেছে অবিরাম সংগ্রাম, ত্যাগ ও নিষ্ঠায়। তার নেতৃত্বে নারীদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়। বিশেষ করে ছাত্রীরা যেন বিদ্যালয় থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যে নেওয়া হয়েছিল নানা কার্যকর পদক্ষেপ।”

তারেক রহমান বলেন, “আজকের এই দিনে আমি নারী শিক্ষার আলোকবর্তিকা, ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাই গভীর শ্রদ্ধা।”

বার্তার শেষদিকে তিনি বলেন, “মানব জীবনের প্রতিটি আবেগ, আনন্দ, বেদনা, ভয় ও আশার সাথেই মিশে থাকে মায়ের অস্তিত্ব। আমি প্রত্যাশা করি, দেশের প্রতিটি মা যেন তার সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সক্ষমতা অর্জন করেন। একজন সুমাতাই পারেন তার সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে, যা ভবিষ্যতের জাতিকে শক্তিশালী ও আলোকিত করবে।”

বার্তা শেষ করেন একটি দোয়া ও আশা নিয়ে—“আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

Tidak ada komentar yang ditemukan