close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় উপজেলা মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

Nazrul Islam avatar   
Nazrul Islam
।।নিজস্ব প্রতিবেদক।। কুতুবদিয়া।।

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ জুন ২০২৫ ইং তারিখ সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১টা ২৫ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ক্যাথোয়াইপ্রু মারমা।

উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, এবং সরকারি প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সাধারণ সভায় আলোচনা হয়।

ভায় কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বনবিট কর্মকর্তা, ফায়ার সার্ভিস প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন এবং উপজেলা পর্যায়ের চলমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিতদের দিকনির্দেশনা প্রদান করেন এবং অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator