close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

বদিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত মোট ৩ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে। আজ (২০ মে) পরিচালিত এই অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন:উত্তর ধূরুং ইউনিয়নের মনছুর আলী হাজীর পাড়ার মৃত আলী হোসেনের ছেলে সিআর মামলা নং ৩৪৭/২৪-এর পলাতক আসামী সাইফুল ইসলাম, একই ইউনিয়নের নয়াকাটা গ্রামের আবুল বশরের ছেলে

সিআর মামলা নং ১২৬/২৫-এর পলাতক আসামী মোঃ আক্কাছ এবং কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি গ্রামের আব্দু শুক্কুরের ছেলে জিআর মামলা নং ৯০/২৪-এর পলাতক আসামী সাইফুল (প্রঃ কালু)।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল এবং তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। অভিযান শেষে আসামীদের গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তুবদিয়া থানার ওসি আরমান হোসেন জানান, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator