close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

‎কুতুবদিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী সভা সম্পন্ন

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়া প্রতিনিধিঃ

‎স্থানীয় সাংবাদিকদের প্রানের  সংগঠন কুতুবদিয়া প্রেসক্লাবের ঈদুল ফিতর উপলক্ষে পুনর্মিলনী সভা গতকাল মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।  

‎ক্লাবের সভাপতি আ.ন.ম. শহীদউদ্দিন ছোটনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য, উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ,স,ম শাহরিয়ার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য, কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকবর খান ও মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম ও প্রতিষ্ঠা সদস্য রুহুল কাদের বাদশা ।

‎অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ,ন,ম শহীদ উদ্দিন ছোটন। এতে স্থানীয় সাংবাদিকরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ক্লাবের জন্য স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা, গঠনতন্ত্র পরিবর্ধন ও পরিমার্জন, সদস্য সংগ্রহসহ পেশাগত সহযোগিতা ও সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। 

‎সভাপতি শহীদউদ্দিন ছোটন বলেন, "সাংবাদিকতা সমাজের দর্পণ। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে সত্য ও ন্যায়ের পথে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করতে।" তিনি ঈদের আনন্দ সবাইকে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান।  

‎এ সময় ক্লাবের সদস্যদের মধ্যে অর্থ সম্পাদক এম,এ মান্নান, নির্বাহী সদস্য মাস্টার আহমদ কবির বাবুল, প্রভাষক নজরুল ইসলাম, আবুল কাশেম,মনিরুল ইসলাম,হাসান মাহমুদ সুজন প্রমুখ। অতিথি সাংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, এস টিভির কুতুবদিয়া প্রতিনিধি আনিসুর রহমান হিরু ও কক্সবাজার ৭১ এর কুতুবদিয়া প্রতিনিধি আবু হানিফ।

‎অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং সমবেতভাবে ঈদ উৎসবের আনন্দ উপভোগ করা হয়।

Nessun commento trovato


News Card Generator