close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় পলাতক আসামি এরশাদ গ্রেফতার

Nazrul Islam avatar   
Nazrul Islam
‎কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি, ১১ জুন ২০২৫:

‎কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি এরশাদকে গ্রেফতার করা হয়েছে।

‎মঙ্গলবার (১১ জুন) পুলিশ সুপার কক্সবাজার মোঃ সাইফউদ্দীন শাহীন এর সার্বিক নির্দেশনায় ও কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরমান হোসেন এর নেতৃত্বে থানার এএসআই (নিঃ) আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ উত্তর ধুরুং ইউনিয়নের ধুরুং বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিআর-৪৬৪/২০২৪ (ধারা ১৩৮, এনআই অ্যাক্ট) মামলার পলাতক আসামি এরশাদ কুতুবীকে গ্রেফতার করা হয়। সে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের জইজ্যার পাড়া গ্রামের এজহারুল হকের ছেলে।

‎কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন বলেন, “পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের ধরতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”

‎থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, ওয়ারেন্ট তামিল অভিযান আরও জোরদার করা হবে বলে থানা পুলিশ জানিয়েছে।

 

没有找到评论