কুতুবদিয়ায় পলাতক আসামি এরশাদ গ্রেফতার

Nazrul Islam avatar   
Nazrul Islam
‎কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি, ১১ জুন ২০২৫:

‎কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি এরশাদকে গ্রেফতার করা হয়েছে।

‎মঙ্গলবার (১১ জুন) পুলিশ সুপার কক্সবাজার মোঃ সাইফউদ্দীন শাহীন এর সার্বিক নির্দেশনায় ও কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরমান হোসেন এর নেতৃত্বে থানার এএসআই (নিঃ) আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ উত্তর ধুরুং ইউনিয়নের ধুরুং বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিআর-৪৬৪/২০২৪ (ধারা ১৩৮, এনআই অ্যাক্ট) মামলার পলাতক আসামি এরশাদ কুতুবীকে গ্রেফতার করা হয়। সে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের জইজ্যার পাড়া গ্রামের এজহারুল হকের ছেলে।

‎কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন বলেন, “পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের ধরতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”

‎থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, ওয়ারেন্ট তামিল অভিযান আরও জোরদার করা হবে বলে থানা পুলিশ জানিয়েছে।

 

Không có bình luận nào được tìm thấy