কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের আনু মিয়াজির পাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়া ১২ বছরের শিশু আব্দুল আল মাহিমকে ৭ দিন পর উদ্ধার করেছে কুতুবদিয়া থানা পুলিশ। গত ১৩ মে সকাল ৭টার দিকে আব্দুল আল মাহিম নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার পিতা মোহাম্মদ দেলোয়ার হোছাইন কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পর থেকে পুলিশ শিশুটির সন্ধানে তৎপরতা চালায়। অবশেষে ২০ মে রাত আনুমানিক ১০টার সময় কুতুবদিয়া থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টা ও তৎপরতায় ভিকটিম আব্দুল আল মাহিমকে উদ্ধার করা সম্ভব হয়। ছেলেকে ফিরে পেয়ে তার পিতা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, "নিখোঁজ শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।"
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকার প্রশংসা করেন।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
কুতুবদিয়া (২১ মে ২০২৫):
Walang nakitang komento