কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মো. গিয়াস উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ০৪ (চার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১২ মে ২০২৫ ইং) কুতুবদিয়া থানার একটি দল কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকার ফকিরা মসজিদ সংলগ্ন বেরিবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় সাঁচি মিয়ার মুদি দোকানের সামনে থেকে গিয়াস উদ্দিনকে আটক করা হয়। এসময় গিয়াস উদ্দিনের কাছে থাকা ০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তিনি একই এলাকার আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নম্বর- ০৫/৬৭, তারিখ- ১২/০৫/২০২৫ রুজু করা হয়েছে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন বলেন, "মাদকমুক্ত কুতুবদিয়া গড়তে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। সমাজের যুবসমাজকে রক্ষা করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ চলবে নিয়মিতভাবে।"
পুলিশ জানায়, আটক গিয়াস উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
কোন মন্তব্য পাওয়া যায়নি