কুতুবদিয়ায় এক ঘণ্টার মধ্যে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার (১৩ জুন) বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী ও উত্তর বড়ঘোপ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অমজাখালী গ্রামের রোকনুজ্জামানের মেয়ে রাফা (২) ও জসিম উদ্দিনের ছেলে তাসিব (২), এবং উত্তর বড়ঘোপ গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে তুহিন (৫)।
কুতুবদিয়া উপজেলার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান বলেন, “এক ঘণ্টার মধ্যে তিনটি শিশুর মৃত্যু সত্যিই হৃদয়বিদারক। পরিবারগুলোকে শিশুদের নিরাপত্তা নিয়ে আরও সচেতন হতে হবে।”
এই ঘটনায় এলাকায় গভীর শোক বিরাজ করছে।