কক্সবাজারের কুতুবদিয়ায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আ'লীগ নেতা মোতাহার হোসাইন কোম্পানী (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। মোতাহার কোম্পানী উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সভাপতি।
সোমবার (২১ এপ্রিল) অভিযানে তাকে  আলী আকবর সিকদার পাড়া নিজ বাড়ি থেকে আটক করা হয়। 
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন বলেন, আটককৃত মোতাহার হোসাইনকে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
  
    close
  
  
         
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Keine Kommentare gefunden
							
		
				
			


















