close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি চেক বিতরণ..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক :কুতুবদিয়া

কক্সবাজারের কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে এক গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) কুতুবদিয়া ব্রাঞ্চ অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে মরহুমা শারমিন আকতারের মৃত্যুদাবির চেক তার স্বামী সোলতান আজমের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কক্সবাজার সেলস অফিসের ম্যানেজার কে. এম. শাহ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও সেলস অফিসের ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল ইসলাম সাইফ, এসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার আমানুল হক, চকরিয়া সেলস অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন, পেকুয়া সেলস অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ওমর ফারুক এবং কুতুবদিয়া ব্রাঞ্চ অফিসের ইউনিট ম্যানেজার মোহাম্মদ আরকানসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবদিয়া ব্রাঞ্চ অফিসের ম্যানেজার মনজুর আলম।

অনুষ্ঠান চলাকালে মরহুমা শারমিন আকতারের নামে ইস্যুকৃত ১ লাখ ৪৮ হাজার টাকার মৃত্যুদাবির চেক গ্রহণ করেন তার স্বামী সোলতান আজম।

জানা যায়, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মধ্যম অমজাখালী গ্রামের বাসিন্দা সোলতান আজমের স্ত্রী শারমিন আকতার ১৮ অক্টোবর ২০২৫ তারিখে মাসিক ২ হাজার টাকা কিস্তিতে আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সে একটি বীমা পলিসি গ্রহণ করেন। তিনি মাত্র দুটি কিস্তি পরিশোধ করে মোট ৪ হাজার টাকা জমা দেন। এর কিছুদিন পরই ২০ নভেম্বর ২০২৫ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমা শারমিন আকতার এক কন্যা সন্তানের জননী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি গভীর শোকাহত হয়ে পড়ে। তবে সময়মতো মৃত্যুদাবির অর্থ পরিশোধ করায় উপকারভোগী পরিবারসহ স্থানীয়রা আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা মানুষের দুঃসময়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এবং পরিবারের জন্য একটি নির্ভরযোগ্য সহায়তা হিসেবে কাজ করে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোত্তম সেবায় কাজ করে যাবে।

Nenhum comentário encontrado


News Card Generator