কুতুবদিয়ায় ৫১ কেজি বৈদ্যুতিক তারসহ দুই চোর গ্রেফতার

Nazrul Islam avatar   
Nazrul Islam
।।নিজস্ব প্রতিবেদক,কুতুবদিয়া।।
কুতুবিয়া (কক্সবাজার), ২১ জুন ২০২৫:

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে চোরাইকৃত ৫১ কেজি বৈদ্যুতিক তারসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের সৈরগার পাড়া এলাকার ফয়সালের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার আবদুল মালেকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২৬) ও কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি গ্রামের জাফর আলমের ছেলে রিদওয়ান (১৫)।

 

কুতুবদিয়া থানা পুলিশ জানায়, স্থানীয় জনগণ ঘটনাস্থল থেকে চোরাইকৃত প্রায় ৫১ কেজি বৈদ্যুতিক তারসহ দুজনকে হাতেনাতে ধরে ‍পুলিশের কাছে সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরি এবং চোরাই মালামাল বহনের সঙ্গে তাদের নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

 

আসামীদ্বয় বর্তমানে কুতুবদিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: আরমান হোসেন নিশ্চিত করেছেন।

Aucun commentaire trouvé