কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালী উপজেলায় অবস্থিত সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন কুমারখালীর বিভিন্ন পেশার মানুষ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আহত জুলাই যোদ্ধা কুমারখালীর আয়োজনে বিকাল তিনটায় কুমারখালীর বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী শাখার আহবায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও জামায়াতের কুষ্টিয়া-৪ আসনের এমপি নমিনি আফজাল হুসাইন, কুষ্টিয়া শহর ছাত্র শিবিররে সভাপতি হাফেজ সেলিম রেজা, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার মুখপাত্র পারভেজ মোশাররফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মুশফিকুর রহমান তিহা, নয়ন হোসেন প্রমূখ।
সেসময় বক্তারা বলেন, ৩৫ কোটি টাকা ব্যায়ে কুমারখালীতে সৈয়দ মাছ-উদ রুমী সেতু নির্মাণ করা হয়।
২০০৫ সাল থেকে এখন প্রর্যন্ত প্রায় দেড়শ কোটি টাকা উত্তোলন করা হলেও টোল আদায় বন্ধ হয়নি।
তবে গতবছর জুলাই আন্দোলনের পর ছাত্রজনতা টোল আদায় বন্ধ করে দেয়।
বর্তমানে সরকারি একটি কুচক্রী মহল কিছু ব্যবসায়ীর সুবিধার জন্য নতুন করে টেন্ডার দিয়ে টোল আদায়ের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বক্তারা।



















