কুষ্টিয়ার বড়বাজার-ঘোড়াই ঘাটে তিন টাকায় নৌকা পারাপারের দাবিতে মানববন্ধন..

মোঃ সম্রাট আলী avatar   
মোঃ সম্রাট আলী
****

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বড়বাজার-ঘোড়াই ঘাটের টোল কমানোর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াই ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচির মুখপাত্র ইমরান হোসেন ইউনুছ বলেন, “ঘাটের ভাড়া আগে ছিলো ২ টাকা। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে তা বাড়িয়ে ৭ টাকা করা হয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর জনদবির মুখে সেটি ৫ টাকায় নামানো হয়েছে। কিন্তু এই ভাড়াও সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কষ্টসাধ্য।”

 

বক্তারা আরও বলেন, বর্তমান টোল ৩ টাকায় নামানো এবং শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য সম্পূর্ণ ফ্রি পারাপারের ব্যবস্থা করতে হবে।

 

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের দাবি না মানলে ঘোড়াই ঘাটে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator