কুষ্টিয়ার বড়বাজার-ঘোড়াই ঘাটে তিন টাকায় নৌকা পারাপারের দাবিতে মানববন্ধন..

মোঃ সম্রাট আলী avatar   
মোঃ সম্রাট আলী
****

 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বড়বাজার-ঘোড়াই ঘাটের টোল কমানোর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াই ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচির মুখপাত্র ইমরান হোসেন ইউনুছ বলেন, “ঘাটের ভাড়া আগে ছিলো ২ টাকা। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে তা বাড়িয়ে ৭ টাকা করা হয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর জনদবির মুখে সেটি ৫ টাকায় নামানো হয়েছে। কিন্তু এই ভাড়াও সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কষ্টসাধ্য।”

 

বক্তারা আরও বলেন, বর্তমান টোল ৩ টাকায় নামানো এবং শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য সম্পূর্ণ ফ্রি পারাপারের ব্যবস্থা করতে হবে।

 

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের দাবি না মানলে ঘোড়াই ঘাটে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

没有找到评论