গতকাল রবিবার(১৫জুন) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া
পৌর মার্কেটের ম.আ রহিম সুপার মার্কেটের ২২নং দোকান মেসার্স
সোহরাব ভান্ডারের কাচাপাকা মালের আড়তে এ দূর্ঘটনা ঘটে। পুরাতন
জরাজীর্ন এ মাকের্টের অন্যান্য দোকানগুলোর ছাদ ধ্বসে পড়ে জানমালের
ক্ষতির সম্ভাবনায় দিনানিপাত করছে অন্যান্য ব্যবসায়ীরা । জানা যায়,
কুষ্টিয়া পৌর মার্কেটের ম.আ রহিম সুপার মার্কেটটি অনেক
পুরাতন। যেখানে রয়েছে অনেক কাচাপাকা মালের আড়ৎ দোকান। এখান
থেকে জেলার বিভিন্ন এলাকায় কাচাপাকা মাল পাইকারি দরে কিনে
নিয়ে যায় ব্যবসায়ীরা। দীর্ঘদিন যাবৎ মার্কেট ভবনটি জরাজীর্ন
অবস্থায় পড়ে আছে। যার মধ্যে ১৬টি দোকান অত্যান্ত ঝুকির মধ্যে
রয়েছে। বৃষ্টির সময় বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে পড়ে। নষ্ট হয় কাচা মাল।
এ অবস্থা চলতে থাকলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করে না। তবে পৌর
কর্তৃপক্ষ মার্কেটটি ভেঙ্গে নতুন মার্কেট করার পরিকল্পনা করলেও তা
বাস্তবায়ন করতে পারেনি অঙ্গাত কারণে। মেসার্স সোহরাব ভান্ডারের
স্বত্বাধিকারি রাজিউর রহমান রঞ্জু বলেন, অনেক দিন যাবৎ আমরা
ঝুকিপূণর্ এই মার্কেটে বাশ খুটির পেলা দিয়ে ব্যবসা করে
আসছি। বৃষ্টির সময় জরাজীর্ণ ছাদ দিয়ে পানি ঝরে পড়ে। অপরদিকে
বেশি বৃষ্টি হলে নীচে পানি জমে কাচা মালের ব্যাপক ক্ষতি হয়। তাই
মার্কেটটি ভেঙ্গে নতুন করে করার জন্য পৌর কর্তৃপক্ষকে অনুরোধ
করছি। এ ব্যাপরে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ
ওয়াহিদুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে ছিল । পুরাতন
মার্কেটটি ভেঙ্গে নতুন মার্কেট করার পরিকল্পনা আছে। এ জন্য
ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করছি।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
কুষ্টিয়ায় ধ্বসে পড়ল পৌর মার্কেটের ছাদ, প্রাণে রক্ষা পেল ব্যবসায়ী..


এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে রাজিউর রহমান রঞ্জু(৪২) নামে এক ব্যবসায়ী ।..
Nenhum comentário encontrado