close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে শ্রমিকদের ১২ দফা দাবিতে কর্মবিরতি। ..

Badsha Alamgir avatar   
Badsha Alamgir
দেশের বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের শ্রমিকরা ১২ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। রোববার (১৫ জুন) সকাল ৬টা থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের প..

শ্রমিক সাব্বির হাসান শাওন বলেন, আমরা বৈষম্যের শিকার। মৌসুমি শ্রমিক হিসেবে মেসার্স মতিয়ার রহমান নামের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বিএটিতে শ্রমিক হিসেবে প্রায় এক হাজার ২০০ জন কাজ করি। ১২ দফা দাবি আদায়ে রোববার সকাল থেকে আমরা কর্মবিরতি পালন করছি। অনেক আগে থেকেই আমরা আমাদের ন্যায্য দাবি পূরণের জন্য জানিয়েছি। কিন্তু আমাদের দাবি মানা হয়। দাবি মানা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। 

কর্মবিরতি পালন করা রাতুল ও চয়ন বলেন, আমরা প্রতি মাসে সাড়ে ১০ হাজার টাকা বেতন পাই। প্রতিদিন ৮ ঘন্টা ডিউটি করি। এই বেতনে আমাদের সংসার চলে না। আমরা অনেক কষ্ট করি। আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের ১২ দফা দাবি মানতে হবে। আমাদের দাবিগুলো না মানা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে। আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলাম আমরা কাজে ফিরবো। 

শ্রমিকদের ১২ দফা দাবিগুলো হলো-
১। সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা দিতে হবে।
২। প্রতি বছর বেতন ২০% হারে বাড়াতে হবে।
৩। বেতনের সমপরিমান বোনাস দিতে হবে।
৪। সাপ্তাহিক ছুটি সহ অনান্য ছুটির দিনে ডিউটি করলে বেতন বাদে ১৬ ঘন্টা ওভার টাইম দিতে হবে।
৫। ফুল সেট মানসম্মত ২ সেট পোষাক দিতে হবে।
৬। নাইট এলাউন্স দিতে হবে।
৭। কর্মরত অবস্থায় কোন শ্রমিকের দুর্ঘটনা ঘটলে সম্পূর্ণ চিকিৎসা খরচ সহ চিকিৎসা চলাকালীন সময়ের বেতন দিতে হবে।
৮। সকল শিফটে মানসম্মত নাস্তা দিতে হবে।
৯। পরবর্তী সিজনে চাকুরীর নিশ্চয়তা দিতে হবে।
১০। সিজন শেষে ৪ মাসের বেতনের সমপরিমান খোরাকী দিতে হবে।
১১। গত ২৪/০৪/২০২৫ তারিখ হতে বেতন প্রদান করতে হবে।
১২। কোম্পানীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করার সুযোগ দিতে হবে।

 

মেসার্স মতিয়ার রহমান নামের ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার আক্তারুজ্জামান আকতারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি। 


কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া অফিসের শ্রম পরিদর্শক (সাধারণ) ফারজুন ইসলাম বলেন, ঈদের পর আজকে অফিস চালু হয়েছে। শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি জানি না। খোঁজ নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 

এ বিষয়ে কথা বলার জন্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের লিফ ফ্যাক্টরির প্ল্যান্ট ম্যানেজার মুকিত চৌধুরীর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এছাড়া ফ্যাক্টরিতে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে। কর্মবিরতি পালন করছেন৷। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

Nema komentara