close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কুমিল্লা সীমান্তে বিজিবির বড় অভিযান; আসামিসহ ৪৪ লক্ষাধিক টাকার মাদক ও অবৈধ সিগারেট জব্দ..

Rabiul Alam avatar   
Rabiul Alam
****

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন আসামিকে আটক করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৪৪ লক্ষ ১১ হাজার ৫৯৫ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।

১০ বিজিবি সূত্র জানায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে একই দিনে দুটি পৃথক স্থানে ঝটিকা অভিযান চালানো হয়।

সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির আওতাধীন লক্ষীপুর পোস্টের একটি টহল দল সীমান্তের অভ্যন্তরে পদ্দারখীল এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানি মালামাল উদ্ধার করে।

অন্যদিকে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল চাঁনপুর বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।

এই দুই অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়। একই সঙ্গে একজন আসামিকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের প্রবেশ রোধে তারা সর্বদা সতর্ক রয়েছে। 
জব্দকৃত মালামাল প্রচলিত বিধি মোতাবেক দ্রুত কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

لم يتم العثور على تعليقات


News Card Generator