কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, শাড়ি, চাল, কসমেটিক্স এবং দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে সর্বমোট ৪৪ লক্ষ ৮৮ হাজার ৬১০ টাকার মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিবিরবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গাজীপুর নামক স্থানে—যা সীমান্ত থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে—একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৬ বোতল বিয়ার, ৪৫ বোতল মদ এবং ৩টি দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৯৬ হাজার টাকা।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত অন্যান্য অভিযানে আরও ৪৩ লক্ষ ৯২ হাজার ৬১০ টাকার মালিকবিহীন মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, চাউল ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী।
১০ বিজিবি কর্তৃপক্ষ জানায়, আটককৃত আসামি, মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানি মালামালের বিষয়ে আইনি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সীমান্তে চোরাচালান রোধ, মাদকবিরোধী অভিযান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি’র এ ধরনের পেশাদার ও কঠোর অবস্থান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।



















