close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কুয়ালালামপুর বিমানবন্দরে আটক ৫১ বাংলাদেশি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। সংস্থার দাবি, তারা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল এবং প্রয়োজনী..

তল্লাশি ও আটক বৃহস্পতিবার স্থানীয় সময় কুয়ালালামপুর বিমানবন্দরের আগমন হলে তল্লাশি চালিয়ে ৬৭ বিদেশিকে চিহ্নিত করা হয়। এর মধ্যে ৫১ জন বাংলাদেশি বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে তাদের তদন্তের জন্য অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়।

অপরাধ ও অনিয়ম পরিদর্শনে দেখা যায়, আটক ব্যক্তিরা ভুয়া হোটেল বুকিং নথি ব্যবহার, অভিবাসন চেক এড়ানোর চেষ্টা এবং ভুয়া তথ্য প্রদানের মতো অপরাধ করেছেন। অনেকের কাছে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য ছিল না এবং তারা তাদের অবস্থানের স্পষ্ট কারণ জানাতে ব্যর্থ হন।

একেপিএস জানায়, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

ফেরত পাঠানোর সিদ্ধান্ত বিবৃতিতে আরও বলা হয়, আটক বাংলাদেশিদের দ্রুততম সময়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ অবৈধ অভিবাসন রোধে কঠোর অবস্থান বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

Hiçbir yorum bulunamadı