চট্টগ্রামের কর্ণফুলীতে সাম্পান মালিক সমিতি রক্ষার দাবীতে মানববন্ধন করেছে মাঝিরা।বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইছানগর এলাকায় 'সাম্পান মালিক সমিতি রক্ষা করি, দুষ্ট চক্রের বিরুদ্ধে একসাথে দাঁড়াও' স্লোগানে মানববন্ধন সংগঠনটির সদস্য ও মাঝিরা।
ইছানগর বড় সাম্পান পরিবহন মালিক সমিতি সভাপতি মুহাম্মদ রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. মঈন উদ্দিন, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এসএম পেয়ার আলী।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, অর্থ সম্পাদক আবুল বশর, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহব্বত আলী, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ সেলিম, হাফেজ মেম্বার, নোয়া মিয়া চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা শত বছরের তাদের বাপ দাদার পেশা ষড়যন্ত্রকারীদের কাছ থেকে রক্ষা করতে সকলের সহযোগিতা কামনা করেন।
জানা যায়, কর্ণফুলী নদীর মাছের জাহাজ থেকে বড় সাম্পান যোগে মাছ খাস করা তাদের বাপ-দাদার পেশা। যুগ-যুগ ধরে এ কাজ করতে গিয়ে সংগঠিত হয়েছেন তারা। সংগঠনের সদস্যদের বিপদে পাশে দাঁড়ানোসহ নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে ১৯৬৮ সালে গঠিত হয় ইছানগর বড় সাম্পান পরিবহন মালিক সমিতি।
পরবর্তীতে ২০১৫ সালে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ সেবা অধিদপ্তরের অধীনে নিবন্ধন লাভ করে। সম্প্রতি সময়ে শত বছরের পেশায় একই নামে বড় সাম্পান নিয়ে নদীতে নামার পায়তারা চালাচ্ছে একটি কুচক্রীমহল। ফলে নিজেদের একমাত্র রুজি-রুটির পথ বন্ধ হওয়ার শঙ্কায় শঙ্কিত মাঝিরা।