close
লাইক দিন পয়েন্ট জিতুন!
জাতীয় সংকটে অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে বলে সতর্ক করলেন ছাত্রনেতা হাসনাত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, ফ্যাসিজমের এনাবলারদের প্রতি অন্তর্বর্তী সরকারের উদারতা জাতির জন্য দীর্ঘস্থায়ী ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
স্ট্যাটাসে হাসনাত লেখেন, “ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে উদারতা দেখানোর এই পরিণাম কপালপোড়া জাতিকে চিরকাল ভোগাবে। যারা ফ্যাসিজমের জন্য দায়ী, তারাই এখন মানবাধিকার নিয়ে আলাপ করে জনগণের সহানুভূতি অর্জনের চেষ্টা করছে। এই ক্যাম্পেইন বন্ধ না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।”
তিনি আরও যোগ করেন, “আজ আমলা আক্রান্ত হলে কাল আরেকজন আক্রান্ত হবে। এর পরিণতি সবাইকেই ভোগ করতে হবে।”
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও ফ্যাসিস্ট দোসরদের সুবিধাভোগ
দুই হাজার ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। পূর্ববর্তী সরকারের অনেক সিদ্ধান্ত বহাল থাকায় এবং ফ্যাসিস্ট দোসরদের সুযোগ দেওয়ায় হতাশা ক্রমাগত বাড়ছে।
গণহত্যার সঠিক বিচার না হওয়া এবং অপরাধীদের গ্রেফতারে ব্যর্থতার বিষয়টি জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাও এই অস্থিরতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
হাসনাতের বক্তব্য দেশের বর্তমান পরিস্থিতির গভীর সংকটকে তুলে ধরে একটি কঠোর বার্তা বহন করে। তার মতে, ফ্যাসিজমের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে এই জাতির ভবিষ্যৎ আরও অন্ধকার হবে।
এ পরিস্থিতিতে দেশের সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃত্ব কী ধরনের পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।
কোন মন্তব্য পাওয়া যায়নি



















