কক্সবাজারের সিলিটন নামে একটি আবাসিক হোটেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হোটেলের কক্ষ থেকে মোবাইলটি চুরি হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজারের পেকুয়া-চকরিয়ায় শহীদদের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার (১১ সেপ্টেম্বর) সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন। কলাতলী জোনে একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সেখান থেকে তার মোবাইল চুরি হয়ে যায়।
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি যেখানে বিশ্রাম নিচ্ছিলাম সেখানে মোবাইলটা খুঁজে পাইনি। তবে মোবাইল উদ্ধারের কাজ চলছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল উদ্ধারের কাজ চলছে।
Nenhum comentário encontrado