খুলনা সাতক্ষীরা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় নিহত তিন।

MD ABDULLAH avatar   
MD ABDULLAH
খুলনা সাতক্ষীরা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় নিহত তিন।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প নবায়ন ও শিক্ষকদের বকেয়া বেতনের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শেষে ফেরার পথে খুলনার কয়রা উপজেলা শাখার ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকারসহ ৩ জন শিক্ষক চুকনগর নামক স্থানে ম-র্মা-ন্তি-ক সড়ক দু-র্ঘ-ট-নায় ইন্তেকাল করেছেন।

খুলনার ডুমুরিয়া হাসপাতালে যাওয়ার পথে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি মাহেন্দ্র সিএনজি ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সং-ঘ-র্ষে এই প্রাণঘাতী দু-র্ঘ-ট-না ঘটে।

Nenhum comentário encontrado


News Card Generator