খিলক্ষেতে কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পুলিশের গাড়িতে হামলা, আহত ৭ কর্মকর্তা!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
উত্তেজিত জনতার গণপিটুনিতে আহত কিশোর, পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন!..

নিজস্ব প্রতিবেদক:** রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় **১৬ বছরের এক কিশোরের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ** উঠেছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা ওই কিশোরকে গণপিটুনি দেয়।  

এদিকে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করতে গেলে **জনতার হামলার শিকার হন ৭ পুলিশ সদস্য**। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে **সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন করা হয়েছে**।  

 কীভাবে শুরু হলো ঘটনাটি?**  
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে খিলক্ষেত থানার পুলিশ খবর পায়, এক কিশোর স্থানীয় বালুর মাঠে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে।  

 পুলিশ ঘটনাস্থলে গিয়ে **অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার** করে থানায় নেওয়ার চেষ্টা করে।  
 কিন্তু উত্তেজিত জনতা পুলিশের গাড়ি **আটকে কিশোরকে নামিয়ে গণপিটুনি** দেয়।  
 একপর্যায়ে জনতা পুলিশের ওপরও **হামলা চালায় ও তাদের গাড়ি ভাঙচুর করে**।  

 পুলিশ সদস্য ও অভিযুক্ত কিশোর হাসপাতালে**  
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন জানান, "আমাদের তদন্ত কর্মকর্তাসহ ৭-৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।"  

অপরদিকে, গণপিটুনির শিকার হওয়া কিশোরটিকে গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

 উত্তেজনা প্রশমনে সেনা মোতায়েন!**  
অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আল আমিন হোসাইন জানান, রাত ২টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা ছিল। এ কারণে **সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন** করা হয়েছে।  

 প্রশ্ন উঠছে – আইন নিজের হাতে তোলা কি ঠিক?**  
এমন নৃশংস ঘটনায় সমাজে ক্ষোভ থাকা স্বাভাবিক, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা যুক্তিসংগত? পুলিশের গাড়িতে হামলা, সদস্যদের আহত করা, অভিযুক্তকে গণপিটুনি দেওয়া – এসবই আইনের প্রতি অশ্রদ্ধার ইঙ্গিত দেয়।  

No comments found


News Card Generator